নবজন্ম
ফিরে যাবো হাজার বছর
প্রাগৈতিহাসিক গুহা-জীবন
পাথর ঘষে নেবো সংহারী আগুন
কাঁচা মাংসের অ-নোনা স্বাদ
তাঁতিয়ে নেবে শরীর, শিকারী-মন
আলোর উষ্ণতা চোখে রেখে
হেঁটে যাবো বনভূমি থেকে মরুদ্যান
সাইপ্রাস থেকে উজ্জয়িনী
একহারা দেহ ছুঁয়ে নেবে বৃষ্টি
নির্মোহ নগ্ন উল্লাসে...
এই নগর-যন্ত্রণা ফুরালে
পুনর্জন্ম হোক আমার
আদিম, অনাদি উৎসবে।