Profile Image

Muhammad Farid Hasan

Writer, Researcher & Journalist
Menu
Story Image

রক্তাশ্রু ঋষি

মুহাম্মদ ফরিদ হাসান

জীবন ছিল হাজার টাকার কচকচে নোট
শৈশব থেকে নিরূপায় ভাঙছি
গায়ের হাট থেকে শুরু করে মালতিবন
লাটিম, টেপা পুতুল, পাঠশালা, স্বপ্ন
সবকিছুতেই খুচরা করছি দেহ, অস্তিত্ব

পৃথিবী নামক সুপারশপে আছি
অফিস-খোয়াড়ে বিক্রি করি সময় 
রাজসভায় অসংখ্য আধুনিক ক্রীতদাস
ম্লানমুখে নোট ভাঙছে
মন-মগজ তখনও পিরামিড গহ্বরে
খুঁজে বেড়ায় আদিম রাজত্ব, পশু-শিকার।

আমি পবিত্র ঋষি, রক্তাশ্রু নাগরিক
প্রতি জ্যোৎস্নার প্রহারে স্মৃতি খুলে বসি
মহুয়া ঘ্রাণে দিঘল রাত ভেসে যায়
বাড়ি ফিরছি, অবলা সদ্যোজাত শিশু
মা তোমার আঁচলে শক্ত গিঁটে বাঁধা
আমার জীবন, চকচকে হাজার টাকার নোট।